ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলারে প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা চালানোর অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা মোঃ আল জাবের জাবেদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১০ মে) সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল্লাহ আল মামুন জাবেদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেন।
নোটিশে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোয় প্রার্থিতা বাতিলের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী রবিবার সকাল সাড়ে ৯টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, আজ (শুক্রবার) বিকেল চারটায় জনসভার আয়োজন করেন আল জাবের। তিনি এলাকায় মিছিল ও শোডাউন করেন। এর সুনির্দিষ্ট প্রমাণ রিটার্নিং কর্মকর্তার কাছে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা একাধিকবার ফোন করে প্রচার বন্ধ করতে বললেও তিনি করেননি, যা উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬–এর বিধি ৫–এর পরিপন্থী। তাঁর বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬–এর বিধি ৩৩ অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিষয়ে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা রোববার সকাল সাড়ে ৯টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ আল জাবের জাবেদ আহমেদসহ চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী, আগামী রবিবার ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৯ মে প্রত্যাহারের শেষ দিন, ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ও আগামী ৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নোটিশের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অংশ হিসেবে সভা, সমাবেশ, মিছিল ও শোডাউন করেছেন ওই প্রার্থী। সংশ্লিষ্ট ব্যক্তিরা ফোন করে প্রচারণা বন্ধের নির্দেশ দিলেও তিনি করেননি। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে আল জাবের বলেন, তিনি নির্বাচনের আচরণবিধি সম্পর্কে ভালোভাবে জানতেন না। বিষয়টি জানার পর তিনি প্রচারণা বন্ধ করে দেন।
উল্লেখ্য, বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল জাবের জাবেদ আহমেদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. রফিকুল ইসলাম, নাছিমা মুকাই আলীর দেবর মোশাহেদ হোসেন, ব্যক্তিগত সহকারী হারুনুর রশিদ এবং যুবদল নেতার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান।
Leave a Reply