সরাইল প্রতিনিধি
হাসপাতালে সন্তান প্রসব করান মা ও নবজাতকের জীবন বাঁচান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা চানমনি পাড়া সীমান্তিক এর কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় এনজিও ও সংস্থা সীমান্তিক MISHD প্রকল্পের উদ্যোগে USAID এবং SMC এর আর্থিক ও কারিগরি সহায়তায় প্রতি বছরের ন্যায় এবারও নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৪ পালিত হয়েছে হাসপাতালে সন্তান প্রসব করান মা ও নবজাতকের জীবন বাঁচান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৯ ই মে ২০২৪ ইংরেজি সীমান্তিক সরাইল জেলা অফিসে আলোচনা সভা ও গর্ভবতী মা দের চেক আপ সমাবেশ অনুষ্ঠিত হয় সীমান্তিক MISHD প্রকল্পের ডিস্ট্রিক্ট টীম লীডার জনাব শুভাশীষ দাসের সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে গর্ভবতী মা ও নবজাতকের যত্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার সালুয়াত পারভিন তিনি বলেন প্রত্যেক গর্ভবতী মাকে অবশ্যই গর্ভববস্থায় কমপক্ষে ৪ বার ANC চেকআপ নিতে হবে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রসব করানো গর্ভকালীন সময়ে ভিটামিন ও খনিজ ও পুষ্টি সমৃদ্ধ খাবার গহণ সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরাইল উপজেলা সুপারভাইজার মর্জিনা আক্তার, প্যারামেডিক কারীমা বেগম , কমিউনিটি মবিলাইজার ডেইজি সরকার , নতুন দিন এর ৩ জন লীড গোল্ড ষ্ঠার মেম্বার , পরিশেষে ডঃ সালোয়াত পারভীন অনুষ্ঠানের ১৪ জন গর্ভবতী মা কে ANC চেক আপ প্রদান করা হয় , প্যারামেডিকেল কালিমা আক্তার সকল গর্ভবতী মা এর প্রশ্রাবের অ্যালবুমিন ও সুগার পরীক্ষা করেন।
Leave a Reply