ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় পতাকা দিয়ে বরণ করেছে আমরা বন্ধু সংগঠন
কলম উপহার ও ফুলেল শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় পতাকা দিয়ে বরণ করেছে আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া সংগঠন, কলম উপহার ও ফুলেল শুভেচ্ছা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর একটায়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবিধানের চার স্তম্ভের এক স্তম্ভ সাংবাদিকতা। সাংবাদিক সমাজের দর্পণ। এই চেতনা লালন থেকে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে জাতীয় পতাকা দিয়ে বনির্বাচিত কমিটির সকলের গাঁয়ে জুড়িয়ে দেন।
কলম সাংবাদিকদের লেখনির প্রধান মাধ্যম। বস্তুনিষ্ঠতার পেশা চালিয়ে যেতে সাংবাদিক নেতৃবৃন্দদের কলম উপহার দেয়া হয়।
নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
এমন আবেগঘন উপহারে আবেগাপ্লুত হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, এ এক অন্যরকম অনুভূতি। জাতীয় পতাকা বহন করার মত দৃঢ় শক্তি প্রকাশ করার মত নয়। এর মূল্যায়ন করা খুব কঠিন। পাশাপাশি কলমও একটা বড় অংশ। আমরা খুশি হয়ে হয়েছি আমাদেরকে এমন সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু সংগঠনের সদস্য আশাদুল্লাহ শিকদার আশা, রেজওয়ানুল হক মনি, সৈয়দ তৈমুর, সোহেল আহাদ, মোজাম্মেল হক কমরেড, নাদিম বাবু, মোফাজ্জল হক, আরাফাত আহমেদ মুগ্নি, শাহীন, আজিজুর রহমান পায়েল, গোলাপ রানা ও সায়েম আহমেদ ভূইয়া।
উল্লেখ্য যে, আমরা বন্ধু ব্রাহ্মণবাড়িয়া
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও রাম কানাই হাই একাডেমির ১৯৯৬, ৯৭ ও ৯৮ সনের এসএসসি ব্যাচের বন্ধুদের সমন্বয়ে আমরা বন্ধু সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।
Leave a Reply