মহাত্মা গান্ধি আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০২৩ (Mahatma Ghandhi International peace Award-2023) পদকে ভূষিত হয়েছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মত ও পথ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের বারাসাত রবীন্দ্র ভবন মিলনায়তনে ‘আমার আশা ফাউন্ডেশন ও ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিল’ আয়োজিত ‘ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২৩, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও দুই বাংলার গুণীজন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এই পদকে ভূষিত করা হয়।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে এই পদক গ্রহণ করেন তার ব্যক্তিগত কর্মকর্তা আবু মুছা আনছারী।
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে পুরস্কার গ্রহণ করছেন তার ব্যক্তিগত কর্মকর্তা আবু মুছা আনছারী
ভারত-বাংলাদেশ কালচারাল কাউন্সিলের সভাপতি শুভ দ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও বর্তমান বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা পশ্চিমবঙ্গের দগঙ্গা বিধান সভার বিধায়ক রহিমা বিবি, বীর মুক্তিযোদ্ধা ও কবি হাসনাইন সাজ্জাদী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমার আশা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোহাম্মদ আর কে রিপন, শাহআলম চুন্নু।
সুমন খন্দকার//সংবাদ ব্রাহ্মণবাড়িয়া.কম
Leave a Reply