sangbadbrahmanbaria
আজ সারাদেশে প্রকাশিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেলেন সাংবাদিক এনামুল হক ও শিক্ষিকা মোছাঃ হেনা আক্তার এর জৈষ্ঠ কন্যা জান্নাতুল রাইআন স্নিগ্ধা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় জান্নাতুল রাইআন স্নিগ্ধা বৃত্তি পাওয়ার পেছনে স্কুলের শিক্ষক ও বাবা-মার অবদানের কথা স্বীকার করে বলেন, আগামী দিনে এর ধারাবাহিকতায় বজায় রেখে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য,দীর্ঘদিন পর ২০২২ ইং সনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যার প্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর ২০২২ ইং তারিখে সারাদেশে একযোগে প্রাথমিক বিদ্যালয়ের এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর বৃত্তি পেলেন প্রায় ৮২ হাজার ৩শত ৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী ও সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৩শত ৮৩ জন শিক্ষার্থী।
এবারের বৃত্তি পরীক্ষায় ৫ লাখ ৩৮২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪ লাখ ৮২ হাজার ৯শত ৩ জন।
Leave a Reply