স্টাফ রির্পোটার//সংবাদ ব্রাহ্মণবাড়িয়া
পরপারে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার আলহাজ্ব রিয়াজ উদ্দিন জামি।
সোমবার (০৬ মার্চ) রাত সোয়া ১১টায় ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
এদিকে সাংবাদিক নেতা রিয়াজ উদ্দিন জামির অকাল মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। গতকাল সোমবার রাত সোয়া ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বলেন, জামির মৃত্যুতে প্রেসক্লাবের পক্ষ থেকে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে আগামীকাল মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন। সংবাদকর্মীদের কালো ব্যাচ ধারন এবং ৩ দিনের শোক শেষে ৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরদিন ১০ই মার্চ শুক্রবার বাদ জুম্মা সংবাদকর্মীদের উদ্যোগে শহরের প্রত্যেক মসজিদে দোয়ার আয়োজন।
রিয়াজ উদ্দিন জামির মৃত্যুতে সুধীজনদের অনুভুতি প্রকাশের জন্য শোক বই খোলা হয়েছে। তবে কবে নাগাদ ভারত থেকে মরহুমের মরদেহ দেশে আসবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।
সুমন খন্দকার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া
Leave a Reply