স্টাফ রিপোর্টার//সংবাদ ব্রাহ্মণবাড়িয়া।
সোমবা ভোর ৪.00 চার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেজামোড়া দক্ষিণপাড়া জাহাঙ্গীরের বাড়ির সামনে পাচারকালে গাড়ীতে উঠানোর সময় ১০৭ কেজি গাঁজা উদ্ধার করেছে মুকুন্দপুর বিজিবি ক্যাম্প সদস্যরা। এ সময় বিজিবির অভিযান টের পেয়ে গাড়ি ও মাদক রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান।
মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের নায়ক মো. ইউছুফ বলেন, ‘সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া এলাকায় বিজিবির বিশেষ টিমের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪ ৪৯৬২) ও নাম্বার বিহীন মোটরসাইকেল জব্দ করি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
সুমন খন্দকার// সংবাদ ব্রাহ্মণবাড়িয়া.
Leave a Reply