স্টাফ রিপোর্টার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া
ব্রাহ্মনবাড়িয়া আখাউড়া উপজেলায় সরকারি খালের মাটি বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।এসময় মাটি ভর্তি একটি ট্রলি জব্দ করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার ধরখার ইউনিয়নে নুরপুর এলাকায় খালের মাটি নেওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
অভিযানের সময় কয়েক জন দৌড়ে পালিয়ে যায়। ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।গতকাল রোববার বাংলাদেশ বুলেটিনে আখাউড়ায় সরকারি খালের মাটি লুটপাট, নিরব ভূমিকায় প্রশাসন শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। উল্লেখ্য ধরখার ইউনিয়নের নুরপুর গ্রামের কবরস্থান থেকে পশ্চিমে তিতাস নদী পর্যন্ত ২.২ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের চুক্তিমূল্য ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা। খননের কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনুছ এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। ৬ এপ্রিল কাজের কার্যাদেশ দেওয়া হয়।
আগামী ৩০ জুনের মধ্যে খনন কাজ শেষে করার কথা। খালটি প্রায় ১৫ মিটার চউড়া এবং ৩/৪ মিটার গভীর খনন কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোস্তাফিজুর রহমান ধরখার ইউনিয়নের জসিম মিয়া, মুসা মিয়া, রাসেল মিয়া এবং নুরুল ইসলামকে দিয়ে খালের খনন কাজ করাচ্ছেন। কিন্তু ঠিকাদারের লোকজন খালের খননকৃত মাটি খালের পাড়ে না রেখে বিক্রি করে দিচ্ছে। এসব মাটি দিয়ে তিন ফসলি জমি এবং পুকুর ভরাট করছে স্থানীয়রা।
সুমন খন্দকার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
Leave a Reply