কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৯ বোতল স্কপ সিরাপ এবং ০১টি মোটরসাইকেলসহ ০১জন গ্রেফতার কসবা থানার অফিসার ইনর্চাজের নের্তৃত্বে অভিযানে কসবা থানাধীন ১০নং বায়েক ইউনিয়নের বায়েক উত্তর পাড়া সাকিনস্থ মনিরের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ৫৯ বোতল স্কপ সিরাপ এবং ০১টি মোটরসাইকেলসহ ০১ জনআসামীকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
সুমন খন্সংদকার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
Leave a Reply