স্টাফ রিপোর্টার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মাহবুব আলম চৌধুরী (খোকন)।
মঙ্গলবার (২৫ এপ্রিল) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রসিকিউটর অনুবিভাগের সহকারী সচিব (জিপি/পিপি) মোঃ নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে তাকে পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অ্যাডভোকেট মাহবুব আলম চৌধুরী খোকন ১৯৬৫ সালের ২৬শে নভেম্বর জেলা শহরের মধ্যপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম নুরুল আলম চৌধুরী। তিনি ১৯৯৪ সালের ২৪শে নভেম্বর আইনজীবী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির তালিকাভুক্ত হয়ে আইন পেশা শুরু করেন। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে অত্যন্ত স্বনামের সহিত আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
এছাড়াও তিনি মাহবুব আলম চৌধুরী খোকন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার একজন সক্রিয় কর্মী হিসেবে আওয়ামী রাজনীতিতে যুক্ত হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সুমন খন্দকার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
Leave a Reply