রবিবার থেকে সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব শুরু হবে। আগামী ১৭, ১৮ ও ১৯ বৈশাখ ১৪৩০ এবং ৩০ এপ্রিল, ০১ ও ০২ মে ২০২৩ রবি, সোম এবং মঙ্গলবার শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে (ইন্ডাস্ট্রিয়েল স্কুল মাঠ) তিন দিনব্যাপী এ উৎসব চলবে। তিন দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর-৩ সংসদীয় আসনের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি ও গীতিকার মো. আ. কুদ্দূস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৈৗধুরী বাপ্পী। সাহিত্য একাডেমি ১৯৮৭ সন থেকে প্রতি বছর বৈশাখী উৎসব করে আসছে। প্রতি বছর পহেলা বৈশাখে সার্বজনিন বাঙালির এ উৎসবটি ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে হয়ে আসছে। ১৯৮৭ সনে প্রথম উৎযাপিত উৎসবটি তিন দিনব্যাপী হলেও পরের বছর থেকে উৎসবটি সাত দিনব্যাপী পালিত হয়েছে। এবারের ছত্রিশ তম বৈশাখী উৎসবে রমজান ও ঈদুল ফিতর শুরু হওয়ার কারণে তা পিছিয়ে নিয়ে ছোট পরিসরে তিন দিনের জন্য আয়োজন করা হয়। তিন দিনব্যাপী বৈশাখী উৎসবে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)
সুমন খন্দকার //সংবাদ ব্রাহ্মনবাড়িয়
Leave a Reply