স্টাফ রিপোর্টার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া
ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত প্রথম বারের মত সড়ক নির্মাণ করে অবহেলিত তিতাস পূর্ব পাড়ে আধুনিকতার ছোঁয়া দিচ্ছেন তিতাস পাড়ের উন্নয়নের কারিগর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এম পি) ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে মাত্র ১৫০ মিটার দূরে বসতি হলেও জন্ম জন্মান্তরে তিতাস পূর্ব পাড়ের অবহেলিত মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা স্বাধীনতার ৫০ বছর পর প্রথমবারের মতো অবহেলিত তিতাস পূর্ব পাড়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বর্তমান সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রচেষ্টায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে বাস্তবায়নের নিমিত্তে ঘাটুরা এমএস খাল হতে সিমনা-বি, বাড়িয়া (সিমরাইল কান্দি), ( শেখ হাসিনা সড়ক) ভায়া সীতা নগর জিপিএস সড়ক এইচবিবি দ্বারা উন্নয়নের (১২০০ মিটার) প্রাক্কলনের অনুমোদিত সড়ক নির্মাণের কাজ চলমান।
সড়কটি নির্মিত হলে অবহেলিত তিতাস জনপদের পূর্ব পাড়ে গুবিনাথপুর, কাশী নগর, সীতা নগর (নম পাড়া) সীমরাইল কান্দি (মাইমল পাড়া) হাজার হাজার মানুষের জীবনে প্রথম বারের মত শেখ হাসিনা সড়ক দিয়ে যান্ত্রিক বাহনে শহরে যাতায়াত করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সুমন খন্দকার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
Leave a Reply