স্টাফ রিপোর্টার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের প্রবীণ আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের প্রধান আইন কর্মকর্তা (পিপি) আলহাজ্ব অ্যাডভোকেট হামিদুর রহমান-২ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)।
শনিবার (০৬ মে) সকালে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে মরহুমের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
আজ শনিবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও বাদ মাগরিব জেলা শহরের লোকনাথ ট্যাংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।
মরহুমের ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান রনি তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকল ধর্মপ্রাণ মুসলমানদের মরহুমের নামাজে জানাজায় উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার অনুরোধ জানিয়েছে।
Leave a Reply