স্টাফ রিপোর্টার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার (০৬ মে) বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ এলাকায় ও চরইসলামপুর ইউনিয়নের চররাজাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের মোঃ রওশন মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়া ও একই উপজেলার চরইসলামপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ সাচ্চু মিয়া। দুজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান খান শাওন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ মৌজায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মোঃ সুহেল মিয়া নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুসারে ০১( এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও ০২ টি এক্সকাভেটর মেশিনের মোট ০৪(চার) টি ব্যাটারি জব্দ করা হয়।
এদিকে একই দিন বিকেলে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের চর রাজাবাড়ী মৌজায় ০২ টি স্থানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে সাচ্চু মিয়া নামে এক ব্যক্তিকে একই আইনের ১৫(১) ধারা অনুসারে ০১( এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং অপর স্থানে মাটি উত্তোলনে ব্যবহৃত এক্সকাভেটর মেশিনের ০২ টি ব্যাটারি জব্দ করা হয়।
সুমন খন্দকার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
Leave a Reply