গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন,নাটকের চেয়েও বেশি নাটকীয়ঃ-দেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় একটি দল, একটি অশুভ কুচক্রী মহলের অপচেষ্টায় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করে সাময়িক ভাবে তৃপ্তির ঢেকুর তুলা সম্ভব হলেও মা ছেলের অক্লান্ত পরিশ্রমের কাছে দিন শেষে ঠিকই সত্যের জয় হয়েছে। (যদিও অপচেষ্টা কতটুকু সত্য মিথ্যা আল্লাহই ভালো জানেন)
কঠিন বাস্তবতা হলো, যা”কে তার দল বহিষ্কার করল, মেয়র পদ ছাড়তে হল,দুঃসময়ে সহধর্মিনীও তাকে ছেড়ে চলে গেল। এমন কঠিন প্রতিকুল অবস্থায় আলোকবর্তিকা হয়ে পাশে দাঁড়ালেন পৃথিবীর সবচেয়ে মুল্যবান সম্পদ গর্ভধারিনী “মা”আল্লাহ’র উপর শতভাগ আস্থা রেখে মায়ের ইস্পাত কঠিন সুদৃঢ় মনোবল সিদ্ধান্তে, মাতৃতুল্য হিসেবে যা’কে অন্তরে ধারন করেন সে’ই মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতির উপর শতভাগ বিশ্বাস রেখে জনগনকে পাশে নিয়ে শক্তি সামর্থ্যের প্রমান দিতে “মা ছেলে’ মিলে নেমে পড়লেন কঠিন ভোট যুদ্ধের ময়দানে। বহু বাধা বিপত্তি অবলীলায় উড়িয়ে দিয়ে মা আর ছেলের নিরলস প্রচেষ্টায় ছিনিয়ে আনলেন সেই কাঙ্খিত ঐতিহাসিক বিজয়,দুঃসময়ে সবাই মুখ ফিরিয়ে নিলেও “মা” কখনোই সন্তানের জন্য মুখ ফিরিয়ে নেন না বা নিতে পারেন না। এটাই চিরন্তন সত্যি।
মোঃ মতিউর মুন্না-০১/০৬/২০২৩ ইং
Leave a Reply