স্টাফ রির্পোটার//সংবাদ ব্রাহ্মনবাড়িয়া।
ঢাকা সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলায় বীরপাশা ফাড়ি স্টেশন সড়কে ট্রাক চাপার অ্যাম্বুলেন্স চালক খালেক মিয়া(৩২) নিহত হয।
নিহতের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার সদর শ্রীমঙ্গল উপজেলায় মুসলিম পাড়ার তাজুল ইসলামের পুত্র নিহতের পিতা তাজুল ইসলাম বলেল, আমার পুএ খালেক বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালকের চাকরি করেন।
দুর্ঘটনার সততা নিশ্চিত করেন হাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইর্নচাজ আকুল চন্দ্র বিশ্বাস জানান সকালে সিলেট থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখো মুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক খালেক মিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ঘাতক ট্রাকটির ড্রাইবার পালিয়ে গেছে ট্রাকটি জব্দ সহ নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানে হয়।
মোহাম্মদ সুমন খন্দকার।
১৭/১১/২৩ ইং
Leave a Reply