সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুফলভোগী খামারিদের মাঝে বিনামূল্যে প্রাণীপুষ্টির উন্নয়ন জাতের ঘাস চাষ ও সাইলেজ প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে উপজেলা ডেমো খামারী মোহাম্মদ শফিকুর রহমানের কুট্টাপাড়া খামারে
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোছাম্মৎ নইফা বেগম। প্রাণীপুষ্টির উন্নয়ন জাতের ঘাস চাষ ও সাইলেজ প্রযুক্তি তৈয়ারির পদ্ধতি করে দেন। এতে ব্যাবহার করতে সহায়তা হিসেবে রয়েছে ২ টি করে ড্রাম, চিটাগুড়, ঝর্ণা, বালতি, মগ, ১০০ কেজি নেপিয়ার পাকচং ঘাস,৫কেজি খর, ৫কেজি পানি মিশিয়ে সাইলেজ তৈয়ারী করে ড্রামে ও মাঠি চাপা দিয়ে ২১ দিন পর সুস্বাদু প্রাণীপুষ্টি উন্নত জাতে গোখাদ্য তৈয়ার হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভ্যাটেরিনারী সার্জন ডাঃ শ্যামল কুমার চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এএসপি মোহাম্মদ হোসাইন সাওন প্রমুখ।, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মৎ নইফা বেগম বলেন গো- খাদ্য দাম সহনীয় পর্যায়ে আনার জন্য প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক পরিচালিত একটি সময়োপযোগী প্রযুক্তি হচ্ছে সাইলেজ তৈয়ারী করতে ১০০ কেজি নেপিয়ার পাকচং ঘাস,৫কেজি খর, ৫কেজি পানি মিশিয়ে সাইলেজ তৈয়ারী করে ড্রামে ও মাঠি চাপা দিয়ে ২১ দিন পর সুস্বাদু প্রাণীপুষ্টি উন্নত জাতে গোখাদ্য তৈয়ার করা যায়। যাহা এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে । কৃষকের জরুরি সহায়তা হিসেবে পরিচালিত হবে।
Leave a Reply