স্টাফ রিপোর্টার//মোঃ সুমন খন্দকার।
ব্রাহ্মণবাড়িয়া থানার পরিদর্শক নজরুল ইসলা নেতৃত্বে গঠিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন রাধিকা বাজারস্থ শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ (তিন) কেজি গাঁজা সহ আসামী ১/মোছা: নাছিমা আক্তার (৪৫) গ্রেপ্তার, স্বামী -মো: বশির আহমেদ, সাং- বড় গ্রাম মোবারকের বাড়ির সাথে থানা- কামরাঙ্গী চর,জেলা -ঢাকা। ২/ মোছা: ফজিলা বেগম (৩৯) গ্রেফতার,পিতা: মৃত কিতাব আলি,স্বামী মোহাম্মদ আলাল মিয়া,সাং-কড়িগড়া রুস্তমের বাড়ি,থানা -দুবাউড়া, জেলা- ময়মনসিংহ। গ্রেফতার পূর্বক সদর থানায় একটি নিয়মিত মামলার রজু করা হয়।
সংবাদ ব্রাহ্মনবাড়িয়া.কম
Leave a Reply