ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের (বিরাসার) মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মো. সাদ্দামের উদ্যোগে পুরাতন একটি খাল খননের কাজ শুরু হয়েছে।
সার্ভেয়ার দিয়ে মাপঝোঁক করে কাজ শুরু হলেও কিছু সংখ্যক স্থানীয় বাসিন্দাদের অসহযোগিতার জন্য কাজটি সুচারুভাবে করা সম্ভব হচ্ছিলো না।
খালটি উদ্ধার হলে স্থানীয়রাই লাভবান হবে। সিএস নকশা ধরে খালটি উদ্ধার হলে অনেক অনাবাদি জমি আবাদের আওতায় আসবে। তাছাড়া গভীর নলকূপের ওপর নির্ভরশীলতা কমবে। সেচের পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসনেও খালটি উদ্ধার হওয়া উচিৎ
গত ৬ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ পরিদর্শন শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উপজেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া সদর, DC Brahmanbaria মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করে এফবিতে পোস্ট এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম শেখ ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোশাররফ হোসাইন মহোদয়ের সাথে দেখা করলে খালটি নকশা অনুযায়ী সীমানা নির্ধারণ করে দিবেন বলে আশ্বস্ত করেন। তার-ই পরিপ্রেক্ষিত আজ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ খালের সীমানা নির্ধারণের কাজ শুরু করেন সহকারী কমিশনার (ভূমি) আশা করি খুব শীঘ্রই খালটি সংস্কার হবে।
জনস্বার্থে খালটি উদ্ধারে সকলের সহযোগিতা প্রত্যাশা করছে “তরী বাংলাদেশ”
Leave a Reply