ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাশার গ্রামের জুয়া খেলা কে কেন্দ্র করে দুই গুষ্টির ঝগড়ার বুধবার (০৬ মার্চ) রাত পর্যন্ত সংঘর্ষস্থল ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন পুলিশ।
জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিরাসার গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে গত সোমবার ও মঙ্গলবার দুদিনব্যাপী সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি ও পুলিশের উপর হামলার অভিযোগে একটিসহ দুটি মামলা করেছেন পুলিশ। অন্যদিকে সংঘর্ষে জড়িত দু’পক্ষের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।
এদিকে, সংঘর্ষে জড়িত দু’পক্ষের মধ্যে সাহেব গোষ্ঠীর মুসা মিয়া বাদী হয়ে আবুল কাশেম (কাশেম মাস্টার), বাবুল মিয়া (সবজি বাবুল) ও সাদ্দাম মেম্বারসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপরদিকে, বড় গোষ্ঠীর নাসির আহমেদ বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাজ মোঃ ইয়াছিন ও পৌরসভার কাউন্সিলর মিজান আনসারীসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার রাতে তাজ মোঃ ইয়াছিনকে গ্রেফতার করেন পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান,পুলিশের উপর হামলার মামলায় ঘটনাস্থলে যারা ছিলেন তাদের আসামি করা হয়েছে। বিরাসার গ্রামের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে
Leave a Reply