ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুন্নি আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ। রবিবার (২১ এপ্রিল) রাত ১০ টার সময় উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের পূর্ব পাড়া ফকির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুন্নি বুধন্তি গ্রামের আলমগীরের ছেলে জাপান প্রবাসী তানভীর মিয়ার স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে তানভীরের সাথে মুন্নির বিয়ে হয়। মুন্নি উপজেলার একই ইউনিয়নের কেনা গ্রামের লম্বাহাটি এলাকার অলি মিয়ার মেয়ে। সরে জমিনে জানা যায়, রবিবার রাত ১০ টার সময় পরিবারের লোকজন কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করেন। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে গলায় ফাঁস দেওয়া অবস্থা দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন। এদিকে, দাম্পত্য কলহের কারণে মুন্নি আত্মহত্যা করে থাকতে পারেন ধারণা পরিবারের লোকজনের। আত্বহত্যা নিয়ে এলাকায় ধুম্রজাল দেখা দিয়েছে।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ , বিষয়টির সত্যতা নিশ্চিত করে অভিযান ২৪ ডট কমকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
সংবাদ ব্রাহ্মণবাড়িয়া।
Leave a Reply