মানুষের ব্যাপারে ১০টা অবাক করা তথ্য।
Fun Fact about Human
মানুষের শরীরের মধ্যে সব থেকে শক্ত অংশ হল হাড়।কিন্তু এই হাড় একদিন না একদিন ক্ষয়ে যাবেই, কিন্তু আপনার শরীরের চুল কখনও নষ্ট হবে না। কারণ জলবায়ু পরিবর্তনে, বহু অ্যাসিড সহযোগেও চুলকে বিনষ্ট করা সম্ভব নয়। তবে আগুনের সাহায্যে চুল খুব সহজেই নষ্ট হয়
একজন মানুষের চুলের আয়ু গড়ে ৩ থেকে ৭ বছর হয়।
মানুষের ফুসফুসের পৃষ্ঠতলের অঞ্চলটি একটা স্বাভাবিক মাপের টেনিস কোর্টের সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয়।
মানুষ যদি বেশি পরিমানে খেয়ে ফেলে তাহলে বেশ কিছু সময় পর্যন্ত মানুষের শ্রবণ শক্তি কমে যায়। তবে কিছু সময় পরে আবার আগের অবস্থায় ফিরে আসে শ্রবণশক্তি।
মানুষের নাক প্রায় ৫০,০০০ এর কাছাকাছি সুবাস আলাদা আলাদা করে সনাক্ত করতে
সক্ষম।
প্রতিটি মানুষেরই ৬০ বছর বয়স পার হলে তাদের জিভের অর্ধেক স্বাদগ্রহণকারী গ্রন্থি নিস্তেজ হয়ে যায়। ফলে বৃদ্ধ মানুষ প্রতিটা খাবারের স্বাদ আপনার থেকে আলাদা আলাদা
মানুষের শরীরে যতো রোগ হয়ে থাকে, সবগুলোর প্রধান কারণ চিন্তা। কারণ মানুষের শরীরের ৯০% রোগের প্রধান কারণ stress ।
একজন মানুষের দৈর্ঘ্য সকাল বেলা যা হয়, বিকাল বা সন্ধ্যা বেলায় তার থেকে ১ সেন্টিমিটার দৈর্ঘ্য কমে যায়।
মানুষই হল একমাত্র প্রাণী যাদের আবেগ থেকে চোখে জল আসে।
খোলামেলা হাসি স্ট্রেস হরমোনগুলির মাত্রা কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। একজন ছয় বছরের বাচ্চারা দিনে গড়ে ৩০০ বার হাসে অন্যদিকে প্রাপ্তবয়স্করা কেবল মাত্র ১৫ থেকে ১০০ বার হাসে। তাই যতো বয়স বাড়তে থাকে ততই রোগ এবং স্ট্রেস বাড়তে থাকে। তাই আজ থেকেই মন খুলে হাসুন।
কপি সংবাদ ব্রাহ্মনবাড়িয়া,সংবাদে সারাক্ষণ।
Leave a Reply